ভাষা সৈনিক মতিনের চোখে দেখা সেই রেশমা করোনাক্রান্ত
প্রকাশিত: ২৯ জুন ২০২০, ১৪:৩৩
ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভাষা সৈনিক আব্দুল মতিনের কর্নিয়া ব্যবহার করে দেখতে পারা রেশমা নাসরিন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। সোমবার (২৯ জুন) মুঠোফোনে আলাপকালে তিনি এ তথ্য জানান।
দুই সপ্তাহ আগে জ্বর ও শরীর ব্যাথার উপসর্গ দেখা দিলে ২০ জুন করোনা পরীক্ষায় নমুনা জমা দেন তিনি। পরে ২৪ জুন তার করোনা পজিটিভ ফলাফল আসে। এরপর পরিবারের বাকি সদস্যদের নমুনা দেয়া হলেও তারা করোনা নেগেটিভ বলে জানা যায়।
রেশমা নাসরিন বলেন, দুই সপ্তাহ আগে হঠাৎ করে জ্বর ও শরীর ব্যাথা শুরু হলে করোনা পরীক্ষায় নমুনা জমা দেই। পরে ২৪ তারিখ করোনা পজিটিভ আসে। এরপর থেকে আইসোলেশনে রয়েছি। তবে পজিটিভ আসার পর থেকে সুস্থই আছি। এখন কোন উপসর্গ নেই। কিন্তু পরিবারের বাকীদের সুরক্ষিত রাখতে আইসোলেশন পালন করে যাচ্ছি।
তিনি বলেন, নিজে করোনা আক্রান্ত হওয়ার পর পরিবারের বাকি সদস্যদের নমুনা পরীক্ষা করানো হয়। সর্বপ্রথম আমার ১৮ মাসের বাচ্চার নমুনা দেই। তবে সে সহ বাকি সবার করোনা নেগেটিভ ফলাফল আসে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ভাষা সৈনিক আব্দুল মতিন মারা যাবার পর তার কর্নিয়া ঢাকার ধামরাইয়ের একটি স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী রেশমা নাসরিনের চোখে প্রতিস্থাপন করা হয়।