গোল্ডেন হ্যান্ডশেকে যাচ্ছেন ২৪৮৮৬ পাটকলকর্মী: পাটমন্ত্রী

আরটিভি প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১৭:৫২

বছরের পর বছর অব্যাহত লোকসানে থাকা দেশের পাটকলগুলো থেকে ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিককে গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।আজ রোববার (২৮ জুন) এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

মন্ত্রী জানান, অব্যাহত লোকসান নিয়ে আমরা পাটকল চালাতে পারি না। সরকার চিন্তা করেছে শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে এই খাতকে এগিয়ে নিতে হবে। গত ৪০ বছর ধরে আমরা এ খাত থেকে কোনো লাভ করতে পারিনি। সবসময় লোকসান হচ্ছে। তার সরকার চিন্তা করেছে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে শ্রমিকদের সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে এই কারখানাগুলোকে আবার চালু করে পাটখাতকে এগিয়ে নিতে পারি।

পাটমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেক দেয়ার পর সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) মাধ্যমে পাটকলগুলোকে আধুনিকায়ন করে উৎপাদনমুখী করা হবে। তখন এসব শ্রমিক সেখানে চাকরি করার সুযোগ পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us