‘ক্রিকেটে স্বজনপোষণ থাকলে রোহন তো টেস্টও খেলতো’

পূর্ব পশ্চিম প্রকাশিত: ২৮ জুন ২০২০, ১১:৩৪

বলিউডে স্বজনপোষণ হয়। সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পরে এমন দাবিই করছেন অনেকে। বলিউডের মতো ভারতীয় ক্রিকেটেও কি স্বজনপোষণের ধারা প্রচলিত রয়েছে? দেশের সাবেক ওপেনার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটে স্বজনপোষণের ধারা নেই বললেই চলে।

স্বজনপোষণ যদি থাকতই, তা হলে নামী ক্রিকেটারদের সন্তানরা দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়ে যেতেন। সম্পর্কিত খবর শর্তসাপেক্ষে গণস্বাস্থ্যের কিটসহ ‘র‌্যাপিড টেস্টিং’ অনুমোদন পাচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের বহু সমর্থক রয়েছে ভারতে: উমর গুলফের করোনা পজিটিভ হাফিজ একশো সেঞ্চুরির মালিক শচিন টেন্ডুলোরের ছেলে অর্জুন ও দেশের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের ছেলে রোহনের উদাহরণ টেনে আকাশ বলেছেন, ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে তবেই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া যায়। আকাশ বলেন, দেশের ক্রিকেটে যদি স্বজনপোষণ চলতো, তা হলে রোহন তো টেস্ট ম্যাচও খেলতে পারতো। কিন্তু সে রকম তো কিছু হয়নি। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ভালো খেলে তবেই জাতীয় দলে ডাক পায় রোহন।

তার নামের সঙ্গে গাভাস্কার জুড়ে থাকলেও মুম্বাই স্কোয়াডে জায়গা হয়নি। বাংলার হয়ে খেলে জাতীয় দলে ঢুকতে হয়। রোহন দেশের হয়ে কেবল ১১টি ওয়ানডে খেলেছিলেন ২০০৪ সালে। একটি টেস্ট ম্যাচেও নামেননি। যদিও ১১৭টি প্রথম শ্রেণির ম্যাচ তিনি খেলেছেন। শচিনের ছেলে অর্জুনও দারুণ প্রতিভা। ইংল্যান্ডের নেটে বল করেছিলেন। তার গতি ইংল্যান্ডের তারকা জনি বেয়ারস্টোকে বেগ দিয়েছিল। আকাশের মতে, শচিনের ছেলে বলে বাড়তি সুযোগসুবিধা পাননি অর্জুন। আকাশ বলেছেন, শচিনের ছেলে বলে অর্জুনকে কেউ বলেনি, এসো দলে যোগ দাও। ভারতীয় দলেও ওর যাতায়াত নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us