বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ১০ দিন পার হয়ে গেছে। কিন্তু সুশান্ত নেই, এই সত্যিটা মেনে নিতে পারছেন না কেউই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সুশান্তের ছবি আর পুরনো ভিডিও। মৃত্যুর তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।ইতোমধ্যে সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ছাড়াও জেরা করা হয়েছে অনেককে।
যদিও পুলিশের ধারণা ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যু এখনো আত্মহত্যা হয়েই রয়েছে। অভিনেতার মৃত্যু পর এর তদন্ত সিবিআইয়ের হাতে দেয়ার দাবি জানিয়েছিলেন তার তুতো ভাই এবং বিজেপি নেতা নীরজ বাবলু। একটু দেরিতে হলেও একই দাবি তুললেন বিজেপির সাংসদ ও অভিনেত্রী রূপা গাঙ্গুলী। অনেকের মতো রূপাও মনে করেন, সুশান্ত একজন অসামান্য অভিনেতা ছিলেন। তিনি কখনোই এভাবে নিজের জীবন শেষ করে দিতে পারেন না। সুশান্তের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিকে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানান তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই দাবি তোলেন পশ্চিমবাংলার অভিনেত্রী ও বিজেপি সাংসদ। সেখানে তিনি সুশান্তের মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে সিবিআইকে তদন্ত ভার দেয়ার দাবিও তোলেন। মুম্বাই পুলিশের কাছে তিনি রাখেন, ‘কোনও সুইসাইড নোট না মেলার পরও কীভাবে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলা যায়?’ এমনকী এখনও সিসিটিভি ফুটেজ কিংবা ফরেন্সিক রিপোর্টের কথাও কিছু জানালো না পুলিশ। সুশান্তের পুরনো কিছু সাক্ষাৎকারের সূত্র ধরে রূপা বলেন, ‘এরকম চরম সিদ্ধান্ত নেয়ার মত ছেলে নন সুশান্ত। অনেকের মতো রূপাও মনে করেন, সাধারণ মানুষের কাছে তথ্য গোপন করা হচ্ছে। তদন্তের স্বচ্ছতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।