জার্মানিতে সহিংসতা-লুটপাট, পুলিশকে লক্ষ্য করে হামলা

চ্যানেল আই প্রকাশিত: ২১ জুন ২০২০, ১৯:১০

করোনাভাইরাসের মধ্যেই জার্মানিতে আচমকা সহিংসতা ছড়িয়ে পড়েছে। শহরের কেন্দ্রস্থলে শতাধিক লোক জড়ো হয়ে একাধিক দোকানে লুটতরাজ চালিয়েছে। এসময় দোকানের দরজা, জানালা ও গ্লাসে পাথর ছুড়ে ভাঙচুর চালায় লোকজন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের ওপর চড়াও হয় হামলাকারীরা।

শনিবার রাতে জার্মানির স্টুটগার্টে এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে বিবিসি। জার্মান পুলিশ বলছে, পশ্চিম দক্ষিণ-পশ্চিম জার্মানির এই সহিংসতায় অন্তত এক ডজনের বেশি পুলিশ অফিসার আহত হয়েছেন। টুইটারে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, সহিংস লোকজন শহরের কেন্দ্রস্থলে দোকানপাটে ভাঙচুর করছে এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ও অন্যান্য ভারি জিনিস নিক্ষেপ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সড়কের পাথর তুলে পুলিশের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করে।

স্টুটগার্ট পুলিশ জানায়, শহরের একটি মাদকের ঘটনা তদন্ত করতে গেলে এই সহিংসতার ঘটনা ঘটে। এসময় অনেকে হেলমেট ও মুখোশ পরা ছিলো।তবে কী কারণে এমন তাণ্ডব ছড়িয়ে পড়েছে সে বিষয়ে এখনো বিস্তাতির জানা যায়নি।

পুলিশ জানায়, শতাধিক লোক জড়ো হয়ে এই দাঙ্গা চালায়। এতে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত দুই শতাধিক পুলিশ শহরের কেন্দ্রস্থলে মোতায়েন করা হয়। ভোর হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক আনতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় আটককৃত ২০ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং মোবাইল ফোনের ফুটেজ সহ বিভিন্ন কিছু তদন্ত করছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us