মোদির মন্তব্যে স্তম্ভিত ভারত, তাহলে কি চীনের কাছে হার?

নয়া দিগন্ত প্রকাশিত: ২০ জুন ২০২০, ২১:২৬

পূর্ব-লাদাখের ভারতীয় ভূখণ্ডে চীনা সেনার অনুপ্রবেশের ঘটনা যেভাবে ‘খারিজ’ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাতে স্তম্ভিত-হতভম্ব ভারতের কূটনৈতিক ও সামরিক মহল। অস্বস্তি তার সরকারের অন্দরেও। শুরু হয়েছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। শনিবার খোদ প্রধানমন্ত্রীর দফতর তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি জারি করেছে।

সর্বদলীয় বৈঠকে শুক্রবারের ওই মন্তব্যে সরাসরি ‘স্থান’ এবং ‘পাত্রের’ নাম করেননি মোদি। বলেছিলেন, ‘‘ওখানে কেউ আমাদের সীমান্ত পেরিয়ে ঢুকে আসেনি। ওখানে আমাদের এলাকায় কেউ ঢুকেও বসে নেই। আমাদের কোনো পোস্ট (সেনা চৌকি) অন্য কারোর দখলেও নেই।’’

এরপরই শুরু হয়ে যায় শোরগোল। প্রকৃত নিয়ন্ত্রণরেখাতে (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি) চীনের এই কাণ্ড নিয়ে যখন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার সময়, তখন খোদ প্রধানমন্ত্রী কী করে এমন মন্তব্য করে বসলেন, যা কার্যত শত্রুপক্ষের হাতেই অস্ত্র তুলে দিল!
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us