ফ্লয়েড হত্যা: বর্ণবাদ তদন্তের উদ্যোগ নিল জাতিসংঘ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ জুন ২০২০, ০১:০৫

যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে গতমাসে পুলিশের নিপীড়নে কৃষ্নাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার নিন্দা জানিয়ে আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের অধিকারের সুরক্ষায় বর্ণবাদের তদন্ত করে দেখার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ।

আফ্রিকান বংশোদ্ভূত মানুষদের বিরুদ্ধে চলে আসা বর্ণবাদী বৈষম্য, অন্যায়, অবিচারের তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ শুক্রবার দিয়েছে জাতিসংঘ মানবাধিকার পরিষদ।জর্জ ফ্লয়েড হত্যার প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রসহ বিশ্বব্যাপী বর্ণবাদ ও পুলিশী বর্বরতার তদন্ত চেয়ে আফ্রিকার দেশগুলোর আনা প্রস্তাবনা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।

আফ্রিকার দেশগুলোর পক্ষ থেকে বুরকিনা ফাসোর রাষ্ট্রদূত শুক্রবার মানবাধিকার পরিষদে এই প্রস্তাবনা উপস্থাপন করে তা সবাইকে গ্রহণ করার আহ্বান জানান।সদস্য রাষ্ট্রগুলো তা গ্রহণ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেকে শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভ দমনে সরকারের পদক্ষেপ এবং পুলিশের অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা এবং একবছরের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে বলেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us