দুর্নীতি রোধে সরকারি চালের বস্তায় ডিজিটাল স্টেনসিল
প্রকাশিত: ১৯ জুন ২০২০, ১০:৫৩
সরকারি চাল সরবরাহে স্বচ্ছতা আনতে এবার প্রতি বস্তায় ডিজিটাল স্টেনসিল ব্যবহার শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।সম্প্রতি অসাধু চক্রের দ্বারা সরকারি চালের বস্তা চুরি, আত্মসাত, কিংবা খোলা বাজারে চাল বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠে। তবে বস্তায় সিল না থাকায় এসব চাল কোন মিল মালিক কিংবা কোন গুদামের মজুত করা হচ্ছে তা প্রাথমিকভাবে তা শনাক্ত করা যায় না। যা নিয়ে স্থানীয় খাদ্য বিভাগকেও বিব্রত হতে হয়।
দুর্নীতি প্রতিরোধ করতে তাই খাদ্য নিয়ন্ত্রক বিভাগ চালু করছে সরকারি চালের বস্তায় ডিজিটাল স্টেনসিল। যাতে উল্লেখ থাকবে প্রয়োজনীয় সকল তথ্য। ফলে চালের বস্তায় ওজনে কম কিংবা ক্রটি মিললেই বস্তা দেখে তা চিহ্নিত করা যাবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ সূত্রে জানা যায়, স্বচ্ছতা আনতে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্যবান্ধব কর্মসূচিতে বিতরণের জন্য বিভিন্ন মিল মালিকদের কাছ থেকে সংগ্রহ করা সিদ্ধ ও আতপ চালের প্রতিটি বস্তায় দেয়া হচ্ছে ডিজিটাল স্টেনসিল। মূলত স্বচ্ছতা আনার জন্যই সারা দেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ প্রথম এই উদ্যোগটি নিয়েছেন।