রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ১৮ জুন ২০২০, ১৩:৩৪

রাজশাহীতে মেসভাড়া মওকুফের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সাধারণ ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদের আহ্বায়ক রাজু আহমেদের সভাপতিত্বে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন করেন তারা। এ সময় বক্তব্য দেন পরিষদের যুগ্ম আহ্বায়ক হাসিবুল হাসান শান্ত, মোস্তাফিজুর রহমান, রাকিবুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘মেসভাড়া মওকুফের যৌক্তিক দাবি মেস মালিকরা মানতে বাধ্য। তাদের ব্যবহার কখনও ভালো ছিল না। তবুও বিনয়ের সঙ্গে মেস ভাড়া মওকুফের দাবি জানানো হচ্ছে। অনেক মেসে মালিকরা ভাড়ার জন্য শিক্ষার্থীদের লাঞ্ছিত করেছে, হুমকি-ধামকিও দিয়েছে।’ তারা বলেন, ২ লাখ শিক্ষার্থীর জিনিসপত্র, সার্টিফিকেটসহ বিভিন্ন কাগজপত্র মেসে রাখা আছে। কিন্তু মেস মলিকরা সব জিনিসপত্র ফেলে দিবে বলে হুমকি দিচ্ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us