এবার জম্মু-কাশ্মীরে ভারতীয় লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলা
প্রকাশিত: ১৭ জুন ২০২০, ১২:৩৪
লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ভারত যখন হিমশিম খাচ্ছে তখন উত্তেজনা বিরাজ করছে দেশটির জম্মু-কাশ্মীর সীমান্তেও। এই অঞ্চলের নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে ভারতীয় লক্ষ্যবস্তুতে মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী। খবর দ্য হিন্দু’র
পাকিস্তানি বাহিনীর এ হামলার সত্যতা স্বীকার করে বুধবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, ভারতীয় সেনারাও এর যথাযথ জবাব দিয়েছে।
ওই মুখপাত্র বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যার শেষ দিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর নওগাম সেক্টরে মর্টার ও অন্যান্য অস্ত্র-শস্ত্র দিয়ে হামলা চালিয়ে অহেতুক যুদ্ধ বিরতি লঙ্ঘন করে। জবাবে ভারতীয় সেনারাও হামলা চালায়। তবে পাল্টাপাল্টি এই হামলার ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই মুখপাত্র।