‘ভারতকে ধ্বংস করে দিয়েছিলেন চ্যাপেল’

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৫ জুন ২০২০, ১৬:১১

ক্রিকেটে সবসময়ই বড় দলগুলোর একটি হিসেবে বিবেচিত হয়ে এসেছে ভারত। ফেবারিট হিসেবেই ২০০৭ ক্রিকেট বিশ্বকাপে খেলতে গিয়েছিল তারা। তবে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে হেরে গ্রুপপর্বেই বিদায় নেয় রাহুল দ্রাবিড়ের দল।

এমন পারফরম্যান্সের পিছনে তৎকালীন কোচ গ্রেগ চ্যাপেলকে দায়ী করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং।  সম্প্রতি ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে এক আলাপচারিতায় হরভজন বলেন, গ্রেগ চ্যাপেল কোচ হয়ে এসে পুরো দলটাকে ধ্বংস করে দিয়েছিলেন। তার সময়ে অনেক কিছু ঘটেছিল। কোচ হিসেবে তার কী উদ্দেশ্য ছিল তা উনিই জানেন। একটা সংঘবদ্ধ দলকে কীভাবে নষ্ট করতে হয়, সেটা গ্রেগের থেকে ভালো কেউই জানে না। উনি ভারতকেই ধ্বংস করে দিয়েছিলেন।  হরভজন আরো বলেন, ২০০৭ বিশ্বকাপে আমরা অনেক শক্তিশালী ছিলাম। কিন্তু আমরা কেউই নিজেদের মেলে ধরতে পারিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us