করোনা থেকে সুরক্ষায় ব্লিচ ব্যবহারে ডব্লিউএইচও’র সতর্কতা
প্রকাশিত: ১৪ জুন ২০২০, ২২:২৬
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য ব্লিচ ব্যবহার করা নিয়ে সতর্কতার কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি বলেছে, ব্লিচ বা অন্য জীবাণুনাশক শরীরে ছিটানো বা ব্যবহার করার ফলে কোভিড-১৯ এর সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যাবে না এবং তা বিপজ্জনক হতে পারে।
করোনাভাইরাস থেকে রক্ষা পেতে অনেক স্থানেই ব্লিচ (বাজারে ব্লিচ ক্লোটেক, ক্লোরক্স ও ক্লোবেক্স) ব্যবহার করে জীবাণুনাশক দ্রবণ মানুষের দেহে এবং বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানে স্প্রে করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, কোনও অবস্থাতেই ব্লিচ বা অন্য ধরনের জীবাণুনাশক শরীরে স্প্রে বা ব্যবহার করা যাবে না। এসব উপাদান শরীরে প্রবেশ করলে তা বিষাক্ত হতে পারে। এতে জ্বালাসহ চোখ ও ত্বকে ক্ষতি হতে পারে।