প্রথমবার মহাকাশে লোক পাঠানোর নেতৃত্বে নারী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৬:৫৪

মানুষের মহাকাশ যাত্রা শুরু হয় ১৯৬১ সালে। এরপর ১৯৬৩ সালে প্রথমবারের মতো একজন নারী মহাকাশে যান। কিন্তু এখন পর্যন্ত কোনো নারী মহাকাশ মিশনের নেতৃত্বে ছিলেন না। এবার প্রথমবারের মতো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান পরিচালনার নেতৃত্ব পেলেন এক নারী।

নাসার হিউম্যান স্পেসফ্লাইট পরিচালনার নেতৃত্ব দেওয়ার জন্য সংস্থাটির হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ দেওয়ার পর এই ইতিহাস তৈরি হলো। শুক্রবার নাসার প্রধান জিম ব্রাইডেনস্টাইন টুইটারে এই নিয়োগের ঘোষণা দেন।গত মাসে মার্কিন বেসরকারি প্রতিষ্ঠান স্পেস এক্স এর মহাকাশযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানোর মিশনের নেতৃত্ব দেন লুয়েডার্স। সেই সফলতার অংশ হিসেবেই তাকে এই পদোন্নতি দেওয়া হয়েছে।

নাসার প্রধান জিম ব্রাইডেনস্টাইন বলেন, ‘বাণিজ্যিকভাবে মহাকাশচারী ও কার্গো পাঠানো—উভয় প্রকল্প সফলভাবে পরিচালনা করেছেন ক্যাথি। তাই ২০২৪ সালে চাঁদে মহাকাশচারী পাঠানোর প্রস্তুতির অংশ হিসেবে এইচইওকে পরিচালনার জন্য তাকেই আমরা উপযুক্ত ব্যক্তি হিসেবে মনে করেছি।’

১৯৯২ সালে নাসায় যোগদান করেন লুয়েডার্স। গত ৩০ মে বেসরকারি প্রতিষ্ঠান স্পেসএক্সের একটি মহাকাশযানে দুজন মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়, যার নেতৃত্বে ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো বাণিজ্যিক ফ্লাইটে মহাকাশে যান ওই নভোচারীরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us