দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে: বিসিক

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২০, ১৬:৩৬

বর্তমানে দেশে পর্যাপ্ত লবণ মজুদ রয়েছে। মজুদকৃত লবণ দিয়েই আসন্ন ঈদুল আযহায় কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণসহ আগামী ১০ মাস লবণের চাহিদা পূরণ করা সম্ভব হবে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। খবর বাসসের

এতে বলা হয়েছে, গত মওসুমের উদ্বৃত্ত পুরানো লবণসহ সদ্য সমাপ্ত লবণ মওসুমে উৎপাদিত নতুন লবণসহ দেশে বর্তমানে লবণের মজুদের পরিমাণ হচ্ছে ২০ লাখ ৩ হাজার টন। প্রতিবছর নভেম্বর মাসে লবণ উৎপাদনের মওসুম শুরু হয়ে থাকে। সে হিসেবে নতুন লবণ মওসুম শুরু হওয়ার আর মাত্র ৫-৬ মাস বাকি। এরপর থেকেই আবারও বাজারে নতুন লবণ আসতে শুরু করবে।

বিসিকের শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ বিভাগ এবং কক্সবাজারে অবস্থিত বিসিক লবণ শিল্প উন্নয়ন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯-২০২০ অর্থবছওে দেশে ভোজ্য ও শিল্প লবণের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছিল ১৮ লাখ ৪৯ হাজার টন। এর মধ্যে সদ্য সমাপ্ত মওসুমে মোট ১৫ লাখ ৭০ হাজার টন ক্রুড লবণ উৎপাদিত হয়েছে। এছাড়া বিগত মওসুমের উদ্বৃত্ত লবণ ছিল ৪ লাখ ৩৩ হাজার টন ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us