টেকনাফে খাবারে সন্ধানে এসে বিদ্যুৎস্পৃষ্টে বন্যহাতির মৃত্যু
প্রকাশিত: ১২ জুন ২০২০, ১৯:২০
খাবারের সন্ধানে এসে কক্সবাজার টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনা পাহাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক বন্যহাতি মারা গেছে।বন বিভাগ বলেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাহাড়ি এলাকায় নিয়মবহির্ভূত বনাঞ্চল এলাকায় বিদ্যুতের খুঁটি স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের কারণে বন্য হাতিটির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) বিকেল ৩ টার দিকে হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনার পাহাড়ি খন্ডা কাটা নামক এলাকায় মৃত হাতির উদ্ধার করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেন, শুক্রবার ভোরে গহীন পাহাড়ে খাবারে সন্ধানে বের হলে পুরুষ হাতি-টি মরিচ্যাঘোনার পাহাড়ি খন্ডাকাটা এলাকার ঘুরতে দেখা যায়। এক পর্যায়ে সেখানে দুই পাহাড়ের পাদদেশে অবস্থিত বৈদ্যুতিক খুঁটির সংযোগ লাইনের সংর্স্পশে গেলে হাতির চিৎকার শোনা যায়। তবে ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে সকালে বৈদ্যুতিক খুঁটির পাশে হাতির মরদেহ দেখে বনবিভাগকে খবর দেয় স্থানীয়রা।