মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ৭ সদস্য আটক

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুন ২০২০, ২২:০০

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১০। আটককৃতরা হলেন- মো. আকাশ শেখ (২৩), মো. জোবায়ের হোসেন (২৫), মো. মনির হোসেন (৪০), বাদল মণ্ডল (৩৫), মো. আলমগীর হোসেন (৩৩), নাসির হোসাইন (২৪) ও মো. শিমুল মিয়া (২৪)।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি দল মঙ্গলবার (০৯ জুন) থেকে বুধবার (১০ জুন) পর্যন্ত রাজধানীসহ গাজীপুর, ফরিদপুর ও মাগুরা জেলায় অভিযান চালিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সাত সক্রিয় সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ ৯ হাজার ২৭৭ টাকা, ১২টি মোবাইল ফোন, ১৫ টি সিম কার্ড, দুটি ট্যাব, সাতটি বিকাশের ক্যাশ ইন-আউট রেজিস্টার উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, আসামিরা সংঘবদ্ধ মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা কৌশলে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে গ্রাহকদের কাছে ফোন কলের মাধ্যমে এবং কাস্টমার কেয়ার নাম্বার ক্লোনিং করে গ্রাহকদের অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us