নবীনগরের সংরক্ষিত নারী ইউপি সদস্য সাময়িক বহিষ্কার

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ জুন ২০২০, ২০:২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পূর্ণিমা রাণী বনিককে সাময়িক বহিষ্কার করা করা হয়েছে। মঙ্গলবার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে এ বহিষ্কারাদেশ জারি করেন। দরিদ্রদের ঈদ উপহারের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পূর্ণিমা রাণী বনিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগী তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী তাকে স্বীয় পদ থেকে তাকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছেন। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হলো।

এছাড়াও আলাদা এক নোটিশে পূর্ণিমা রাণী বনিককে কেন চূড়ান্তভাবে পদ থেকে বহিষ্কার করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে কারণ দর্শানোর নির্দেশনা দেওয়া হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us