ইতালি যাওয়ার পথে নৌকা ডুবে নিহত ২০

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১০ জুন ২০২০, ০৯:৩২

গত মাসে অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে একদল অভিবাসীর ওপর পাচারকারীদের নির্বিচার গুলিতে প্রাণ হারিয়েছিলেন ৩০ জন, যার ২৬ জনই ছিলেন বাংলাদেশি, বাকি চারজন আফ্রিকান। এ ঘটনার পর বিশ্বজুড়ে ফের আলোচনায় উঠে আসে অভিবাসন সমস্যা। প্রতিবছর আফ্রিকা-দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ ভাগ্য পরিবর্তনের আশায় জীবনের ঝুঁকি নিয়েই অবৈধভাবে ইউরোপের পথে রওয়ানা হন। তাদের অনেকেই মুক্তিপণের জন্য হয় পাচারকারীদের হাতে বন্দি হন, নাহয় নৌকায় সাগরপাড়ি দিতে গিয়ে হারান প্রাণটাই। আবারও ঘটেছে সেই একই ঘটনা।

ইতালি যাওয়ার পথে তিউনিশিয়া উপকূলে নৌকাডুবিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এসফ্যাক্স শহর আদালতের মুখপাত্র মৌরাদ তৌরকি জানিয়েছেন, মোট ৫৩ জন অবৈধ অভিবাসী নিয়ে ইতালি যাচ্ছিল নৌকাটি। এর বেশিরভাগ যাত্রীই ছিলেন আফ্রিকান। পথিমধ্যে ডুবে যাওয়ায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ অনেকেই। তাদের খুঁজতে অভিযান শুরু হয়েছে।

গত মাসেই তিউনিশিয়া উপকূলে আরেকটি নৌকাডুবির ঘটনায় একজন নিহত ও ছয়জন নিখোঁজ হন। সেসময় নৌকার অন্তত ৮০ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us