দেশে দিনে দিনে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এতে ডাক্তার, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ আক্রান্ত হচ্ছেন।বর্তমান এই করোনা পরিস্থিতিতে মনোবল চাঙা রাখতে চাঁদপুর জেলা পুলিশ শারীরিক কসরত শুরু করেছে।
ভোর বেলা পুলিশের হাঁকডাক আর হইচই শুনে ঘুম ভাঙে প্রতিবেশীদের। যেখানে দলবেঁধে শারীরিক কসরত করছেন একদল পুলিশ।সোমবার চাঁদপুর জেলার কচুয়া উপজেলার থানা চত্বরে দেখা মিলে এমন চিত্রের।
করোনা পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতা ধরে রাখতে নতুন নিয়মে ফিরেছে বাংলাদেশ পুলিশ। এই জন্য এখন থেকে প্রতিদিন ১ ঘণ্টা শারীরিক কসরত করবেন প্রত্যেক পুলিশ সদস্য। আর এ নিয়মটি সোমবার থেকে চালু হয়েছে।
কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ অলি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধে কচুয়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষে শরীর চর্চা অনুশীলন করা হয়।