শহীদ তাজউদ্দীন হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন

প্রথম আলো প্রকাশিত: ০৭ জুন ২০২০, ১৭:৪৭

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের জন্য পিসিআর (পলিমারেজ চেইন রিঅ্যাকশন) ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন।

মেডিকেল কলেজের অধ্যক্ষ আসাদ হোসেন বলেন, এই ল্যাবে প্রতিদিন দুই পালায় নমুনা সংগ্রহ করা হবে। মোট ২০০ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন এবং ২৪ ঘণ্টার মধ্যে ফল জানিয়ে দেওয়া হবে। করোনা পরীক্ষার জন্য কোনো ফি দিতে হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ কমিশনার আনোয়ার হোসেন, জেলা সিভিল সার্জন মো. খায়রুজ্জামান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক খলিলুর রহমান, উপপরিচালক সুশান্ত কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us