নেতৃত্বে ভুল হবেই: সৌরভ

ঢাকা টাইমস প্রকাশিত: ০৬ জুন ২০২০, ১৪:৪৯

সৌরভের নেতৃত্বে অনেক ম্যাচ জিতেছে ভারত। তার হাত ধরে ভারতীয়রা বিশ্বকাপ জিততে পারেনি ঠিক তবে তার নেতৃত্বগুণ ভুলবে না বিশ্ব ক্রিকেট। বাইশ গজে অধিনায়কের ভূমিকাটা গুরুত্বপূর্ণ এক অধ্যায়। নেতার ক্ষণিকের ভুলেই ম্যাচ হাত থেকে বেরিয়ে যেতে পারে, আবার অধিনায়কের দারুণ কৌশলে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচেও ফিরে আসা যায়।

ভারতীয় ক্রিকেট ইতিহাস অনেক দুর্দান্ত অধিনায়কের সাক্ষী। তারই একজন সৌরভ গাঙ্গুলী। ভারতের হয়ে ৪৯ টেস্ট ও ১৪৬টি একদিনের ম্যাচে টস করতে গিয়েছেন সৌরভ। তার আগ্রাসী অধিনায়কত্বেই ভারত লড়াই করবার মতো সাহস পেয়েছে।

‘প্রিন্স অফ ক্যালকাটা’ খ্যাত সৌরভই এক অনলাইন সেশনে দিলেন নেতা হয়ে উঠবার টিপস। তার কাছে পরাজয় লজ্জার নয়, বরং চেষ্টাটাই আসল। সৌরভ মনে করেন, ভুল থেকে শিক্ষা নেয়াই একজন অধিনায়কের বড় গুণ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us