অর্জনের ধারাবাহিকতা রক্ষা করতে হবে: ভূমিমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ জুন ২০২০, ২১:২৭

‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০’ অর্জনের পর ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সংশ্লিষ্ট সবাইকে এই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আহ্বান জানান। শুক্রবার (৫ জুন) এক বিবৃতিতে মন্ত্রী এ কথা জানান। ই-মিউটেশন উদ্যোগ বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন’ ক্যাটাগরিতে জাতিসংঘ বাংলাদেশকে এই এই অ্যাওয়ার্ড দিয়েছে।

প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় ২০০৯ সাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘এরই ধারাবাহিকতায় ভূমি মন্ত্রণালয়ের সকল কার্যক্রম অটোমেশন করা হচ্ছে। ই-মিউটেশন তারই একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে ভূমি সচিব, ভূমি সংস্কার বোর্ড, আইসিটি বিভাগ, এটুআই, জনপ্রশাসন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মাঠ পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। একইসঙ্গে এরই ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।’

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রূপকল্প-২০২১ ও ২০৪১ বাস্তবায়নে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমি মন্ত্রণালয় অধিকাংশ ভূমিসেবা ডিজিটাল সেবায় রূপান্তর সম্পন্ন করেছে। অবশিষ্ট ভূমিসেবাসমূহ ডিজিটাল করার কার্যক্রম হাতে নিয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us