কোভিড-১৯: তরুণ-যুবকরা বেশি আক্রান্ত

ডয়েচ ভেল (জার্মানী) প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৫:৩৫

সেই তুলনায় ষাটোর্ধ্ব মানুষের আক্রান্তের হার তুলানামূলক কম, ৭ শতাংশ৷ তবে এই বয়সের মানুষ মারা যাচ্ছেন বেশি৷ ৫১ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে আক্রান্তের হার ১৭ শতাংশ৷ দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে৷ শুক্রবার নতুন করে আরো ২ হাজার ৮২৮ জন রোগী শনাক্ত হওয়ায় মোট রোগী ৬০ হাজার ৩৯১ জন৷

এদিন আরো ৩০ জনের মৃত্যুর ফলে মোট মৃতের সংখ্যা ৮১১৷ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়৷
গত ২৪ ঘণ্টায় ৫০টি পরীক্ষাগারে ১৪ হাজার ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়৷ এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৩৬৫টি৷

বাংলাদেশে নারীদের তুলনায় পুরুষদের সংক্রমণের হার অনেক বেশি৷ মোট শনাক্তদের মধ্যে ৭১ শতাংশ পুরুষ এবং ২৯ শতাংশ নারী৷ পুরুষদের মৃত্যু হারও নারীদের তুলনায় বেশি৷ এদিন আরো ৬৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন৷ মোট সুস্থ ১২ হাজার ৮০৪ জন৷ দেশে শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২০ শতাংশ৷ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ৷

ঢাকা বিভাগে গত কয়েক দিনের তুলনায় এদিন মৃত্যু কম হলেও (১১ জন) চট্টগ্রাম বিভাগে মৃত্যু বেড়েছে (১২ জন)৷ দেশের ২৫টি বেসরকারি প্রতিষ্ঠানকে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us