ভূমিমন্ত্রীর নির্দেশে আইসোলেশন সেন্টার হচ্ছে আনোয়ারা উপজেলায়

বণিক বার্তা প্রকাশিত: ০৫ জুন ২০২০, ১৩:০০

চট্টগ্রাম-১৩ সংসদীয় আসন আনোয়ারার সংসদ সদস্য ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে উপজেলার বারখাইন ইউনিয়নের ষোলকাটা এলাকার একটি কনভেনশন হলকে আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা হচ্ছে। আনোয়ারার লাবিবা কনভেনশন হলে এই আইসোলেশন সেন্টার তৈরি করা হচ্ছে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ জানান, এই কনভেনশন হলকে ৫০ শয্যার আইসোলেশন সেন্টার হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। তবে প্রাথমিকভাবে ২০ শয্যা স্থাপন করে আইসোলেশন সেন্টারটি চালু করতে চাচ্ছি। মন্ত্রী মহোদয়ের নির্দেশে কনভেনশন হলের মালিক করোনা রোগীদের আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করতে হলটি আমাদের হস্তান্তর করেছেন। স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ কর্মকর্তাদের নিয়ে আমরা হলটি পরিদর্শন করেছি।

তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত, কিংবা করোনা উপসর্গ আছে এমন কেউ যদি বাড়িতে আইসোলেশনে থাকতে সমস্যায় পড়েন তারা আমাদের এই আইসোলেশন সেন্টারে থাকতে পারবেন। তাদের সব ধরনের সহায়তা করবে স্থানীয় প্রশাসন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us