হবিগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন কিশোর নিহত

সমকাল প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৭:৩৯

হবিগঞ্জের বাহুবল ও আজমিরীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের  মৃত্যু হয়েছে। আহত  হয়েছে তাদের সঙ্গে হাওরে মাছ ধরতে যাওয়া আরও দুইজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৃথক এই দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলো- বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের দরদ মিয়ার ছেলে ওরখাইদ (১১) ও সাতকপান ইউনিয়নের মানিকা গ্রামের আব্দুস সালামের ছেলে নছর উদ্দিন (১৭) এবং আজমিরীগঞ্জ উপজেলার নয়ানগর গ্রামের সমর আলীর ছেলে লিলু মিয়া (১৬)।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ওরখাইদ তার বড় ভাই জুনাইদসহ আরও দুইজনের সঙ্গে সকালে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায়। এ সময় তুমুল বৃষ্টির মধ্যে বজ্রপাতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় জুনাইদ ও তার বন্ধু ওসমান আলী আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজমিরীগঞ্জ থানার এসআই মফিজুল ইসলাম জানান, উপজেলার নয়ানগর গ্রামের লিলু মিয়া সকালে বাড়ির পাশের হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যায়। অনেক বেলা হলেও লিলু বাড়ি না ফেরায় পরিবারের লোকজন হাওরে গিয়ে বাঁশ মহাল এলাকায় তার লাশ দেখতে পান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us