অফিসের টয়লেট ব্যবহারে সাবধান, মুহূর্তেই ছড়াতে পারে করোনা!

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১৪:১৯

দীর্ঘ লকডাউনের পর আবারো অফিস খুলতে আরম্ভ করেছে। পৃথিবী আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে প্রাণপনে। এই সময় যারা কর্মস্থলে ছুটছেন, তারা না হয় কারো সংস্পর্শ ব্যতীত বাস, ট্যাক্সি বা সিএনজিতে চড়লেন। তবে কখনো কি ভেবে দেখেছেন টয়লেট ব্যবহারের সময় কী করবেন? এই করোনাকালে অফিসের টয়লেটসহ যে কোনো পাবলিক টয়লেট ব্যবহার অনিরাপদ। যদি প্রয়োজনবশত টয়লেটে যেতে হয় তবে বেশ কিছু বিয় মাথায় রেখে তবেই ব্যবহার করুন।   > যত তাড়াতাড়ি সম্ভব কাজ সারুন।  > সঙ্গে নিজস্ব টিস্যু রোল আর টয়লেট সিট স্যানিটাইজার রাখুন।


> বাথরুমে ঢোকার দরজার হাতলে সরাসরি হাত দেবেন না। তা ধরুন টিস্যু দিয়ে। কলের মাথাটাও ওইভাবে খুলে নিন, তার পর টিস্যু ফেলে দেবেন। হাত ধুয়ে নিন একবার।  > টয়লেটে ঢুকে প্রথমেই কমোডে স্যানিটাইজার ছড়িয়ে টিস্যু দিয়ে টয়লেট সিট মুছে নিন একবার। এরপর তা ব্যবহার করুন।  > নিজেকে ধুয়ে নিন ভালো করে, তারপর গোপনাঙ্গ টিস্যু দিয়ে শুকনো করে মুছে নিতে হবে।  > টিস্যু দিয়ে ধরে কমোডের ঢাকনা ফেলে অতপর ফ্লাশ করুন। এরপর আবারো টিস্যুসমেত ঢাকনা উঠিয়ে রাখুন। > এরপর টয়লেট সিট ফের একবার স্যানিটাইজ স্প্রে করুন। যাতে পরের ব্যবহারকারীর জন্য তা নিরাপদ হয়। 


> টয়লেট থেকে বেরিয়ে এসে খুব ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে নিন।  > এরপর নিজের জায়গায় ফিরে গিয়ে স্যানিটাইজার ব্যবহার কর নিন। > মনে রাখবেন পাবলিক টয়লেটের কোনো সারফেস বা দরজার হাতলই নিরাপদ নয়। কোথাও সরাসরি হাত দেয়ার দরকার নেই। টিস্যু দিয়ে স্পর্শ করুন সব কিছু।  সূত্র: ফেমিনা
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us