আগামীকাল চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১২:০৪

চলতি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ হবে শুক্রবার। এটি দেখা যাবে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও অ্যান্টার্কটিকা থেকে। বাংলাদেশ থেকেও এটি খালি চোখে দেখা যাবে। এবারের চন্দ্রগ্রহণটি পৃথিবীর প্রধান ছায়া চাঁদের ওপরে পড়বে না। রাত ১১টা ১৫ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। তবে বাংলাদেশ থেকে দেখা যাবে ১২টা ৫৪ মিনিটের পর। গ্রহণ থাকবে ৩ ঘণ্টা ১৮ মিনিট অর্থাৎ রাত ২টা ৩৪ মিনিট পর্যন্ত।

বিজ্ঞানীরা এই চন্দ্রগ্রহণকে বলছেন উপচ্ছায়া গ্রহণ। এক্ষেত্রে চাঁদ পুরোটাই দেখা যাবে, তার আকারের কোনো পরিবর্তন হবে না। গ্রহণের কারণে শুধুমাত্র চাঁদ কিছুটা ফ্যাকাসে দেখাবে। তবে আলো থাকবে প্রায় পূর্ণিমার চাঁদের মতো।

পৃথিবী যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য চাঁদ ও সূর্যের মাঝখানে এসে পড়ে; তখন পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। পৃথিবীর কোনো দর্শকের কাছে চাঁদ আংশিক বা সম্পূর্ণ রূপে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যায়। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয়। এবছর প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল ১০ জানুয়ারি। শুক্রবারের ফের চন্দ্রগ্রহণ হবে ২৯ নভেম্বর।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us