জামালপুরে সংসদ সদস্যসহ একদিনে ৫৪ জন করোনায় আক্রান্ত

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১১:০১

জামালপুর-২ইসলামপুর আসনের সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলালসহ একদিনেই নতুন করে সর্বোচ্চ ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় তাদের করোনা সনাক্ত হয়।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মাহফুজুর রহমান জানান, বুধবার রাতে ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরে সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ ইসলামপুর উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এছাড়া বকশীগঞ্জে ১৮, সদরে ৮, দেওয়ানগঞ্জে ৩, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩০৭ জন। জামালপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন ও সুস্থ হয়েছেন ১৩২ জন।উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ আগে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us