লাদাখে আগ্রাসী অবস্থান থেকে চীন কি পিছু হটছে?

সময় টিভি প্রকাশিত: ০৪ জুন ২০২০, ১০:৫৯

প্রায় একমাস ধরে লাদাখে এলএসি (লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল) বরাবর আগ্রাসী অবস্থান বজায় রাখার পর চীন কিছুটা উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিয়েছে খবর প্রকাশ করেছে ভারতীয় বেশ কিছু সংবাদমাধ্যম।

খবর অনুযায়ী, গত তিন চার দিন ধরে সীমান্তে চীনা সেনাদের কোনও গতিবিধি লক্ষ্য করা যায়নি। এমন কী আগের অবস্থান থেকে চীনের সামরিক বাহিনী প্রায় ১০০ গজ পিছিয়ে গিয়েছে বলেও দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত কয়েকদিন ধরে চীনা সেনাদের গতিবিধির মধ্যে কোনও আগ্রাসী মনোভাব দেখা যায়নি। ভারতীয় বাহিনীর বিরুদ্ধে কোনও উগ্র আচরণও করেনি তারা।

পূর্ব লাদাখের কাছে চীনের যুদ্ধবিমান উড়া নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে এরিমধ্যে। গত মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধানে উদ্যোগী ভারত। খবর অনুযায়ী মে মাসের শুরু থেকে এখনও পর্যন্ত দু' দেশের সেনা কর্তাদের মধ্যে অন্তত ১২ বার আলাপ হয়েছে। আগামী ৬ জুন আরো এক দফা দুই দেশের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের অফিসারদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us