প্রতিদিন করোনার ১ লাখ ২০ হাজার পরীক্ষা করছে ভারত

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ জুন ২০২০, ০৯:৪৪

করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়ছে তবে তার গতি ঠিক কতটা তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে কোভিড-১৯ পরীক্ষা। বর্তমানে প্রতিদিন ১ লাখ ২০ হাজারের বেশি স্যাম্পেল করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। তারা জানিয়েছে, বর্তমানে মোট ৪৭৬টি সরকারি ল্যাবরেটরি পাশাপাশি ২০৫ বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের গবেষক নিবেদিতা গুপ্ত জানিয়েছেন, 'আমাদের কাছে ৬৮১টি অনুমোদনপ্রাপ্ত ল্যাবরেটরি আছে যেখানে করোনা পরীক্ষা চলছে।


৪৭৬টি সরকারি ল্যাবরেটরি পাশাপাশি ২০৫ বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষা চলছে। বর্তমানে প্রতিদিন আমরা ১ লাখ ২০ হাজার করোনা পরীক্ষা করছি।' করোনা চিকিৎসায় প্রাথমিকভাবে হাইডক্সিক্লোরোকুইনের ব্যবহার করছিল ভারত। সম্প্রতি অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডেসিভির ব্যবহারেরও অনুমতি দিয়েছে দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে দুই লাখ ১৬ হাজার ৮২৪ জনের এবং মৃত্যু হয়েছে ৬০৮৮ জনের। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন এক লাখ ৪ হাজার ৭১ জন। ঢাকা টাইমস/০৪জুন/একে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us