পটুয়াখালীতে একদিনে চার জনের মৃত্যু

নয়া দিগন্ত প্রকাশিত: ০৩ জুন ২০২০, ২০:৫১

পটুয়াখালীতে একদিনে চার জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার জেলার রাঙ্গাবালিতে দুইজন বজ্রপাতে, মির্জাগঞ্জে একজন বিদ্যুৎস্পৃষ্টে ও শহরের থানা পাড়া এলাকায় একজন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

জানা যায়, বুধবার সকল ১১ টার দিকে উপজেলার কাউখালী স্লুইসঘাট এলাকায় ফয়জুল গাজ (৩০) নামের এক যুবক বজ্রপাতে মারা গেছেন। তিনি ছোটবাইশদিয়া ইউনিয়নের সাজিরহাওলা গ্রামের বজলু গাজির ছেলে। একই দিন বিকালে একই ইউনিয়নের কাটাখালী গ্রামে গরু আনতে গিয়ে বজ্রপাতে তাসলিমা বেগম (৩২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।ওই গ্রামের তিনি সাহাবুদ্দিন মিয়ার স্ত্রী।

মির্জাগঞ্জের আমড়াগাছিয়া মসজিদের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধ আব্দুল খালেকের মৃত্যু হয়েছে। একই দিন শহরের থানা পাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে বাবুলাল (৬১) নামে এক জন মারা গেছেন ।

রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মো.আলী আহম্মেদ জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কবর দেয়ার জন্য অনুমোদন দেয়া হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us