সীমান্ত সংঘাত মেটাতে বৈঠকের ডাক ভারত ও চীনের সেনাবাহিনীর

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৩ জুন ২০২০, ১৫:২৫

লাদাখে ভারত ও চীন সেনার মধ্যে ক্রমশ বেড়ে চলা উত্তাপ নিয়ন্ত্রণে আনতে আলোচনার সিদ্ধান্ত নিল দুই প্রতিবেশী রাষ্ট্র। আগামী শনিবার ৬ জুন লাদাখ ইস্যুতে ভারত ও চীনের মধ্যে সেনা পর্যায়ের বৈঠক হবে বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই লাদাখ সীমান্তে সেনা তৎপরতা বাড়িয়েছে দুই দেশ।

ভারতের পক্ষ থেকে বেইজিং-এর কাছে এই আলোচনার জন্য অনুরোধ জানানো হয় বলে খবর। চীন-ভারত সীমান্তে ভারতের অন্তর্গত চুশুল-মোলদো এলাকায় এই বৈঠক হবে। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং। দুই দেশ যে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে তা পজিটিভ লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এর আগে লাদাখ ইস্যুতে দুই দেশের মধ্যে একাধিকবার স্থানীয় স্তরে কথা হয়েছে। কিন্তু কোনও বৈঠকেই ফলপ্রসু কিছু উঠে আসেনি। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর দুই দেশের মধ্যে এত গুরুতর সংঘাত এর আগে দেখা যায়নি। ২০১৭-য় ডোকলামেও সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ভারত ও চীনের মধ্যে। সূত্র : এই সময়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us