ছাত্রদল নেতার করোনা শনাক্ত, ৪০ নেতাকর্মী কোয়ারেন্টাইনে

সমকাল প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৮:২৯

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের এক নেতার করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় তার সংস্পর্শে আসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪০ নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে করোনা রিপোর্ট পজিটিভ আসে বাঞ্ছারামপুর সরকারি কলেজের ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ভিটি জগরারচর গ্রামের আবু রায়হানের।

তিনি গত ৩১ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা সদরের এক কফি হাউজে মিলাদ মাহফিলে অংশ নেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নানসহ অর্ধশতাধিক বিএনপি-যুবদল-ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে আবু রায়হানের সংস্পর্শে আসা ৪০ জন নেতাকর্মীকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, 'ছাত্রদলের আবু রায়হান মিলাদ মাহফিলে অংশ নেয়। সেখানে আমিসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সে করোনায় আক্রান্ত এটা আমরা কেউ জানতাম না, এমনকি সে যে করোনার নমুনা দিয়েছে তাও আমাদের জানায়নি।'
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us