বুয়েটের আবরার হত্যা : জিয়নের জামিন নামঞ্জুর

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:৩০

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মো. মেফতাহুল ইসলাম জিয়নের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ মঙ্গলবার জামিনের ওপর শুনানি শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের ভার্চুয়াল আদালত এ আদেশ দেন। আসামি মো. মেফতাহুল ইসলাম জিয়নের পক্ষে শুনানি করেন আইনজীবী ফারুক আহম্মেদ।

শুনানি শেষ আইনজীবী ফারুক আহম্মেদ সাংবাদিদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর ভার্চুয়াল আদালতে জিয়নের জামিন শুনানি করি। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেছেন বিচারক।

ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত বছর ৬ অক্টোবর রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাতভর নির্যাতন করে তাঁকে হত্যা করা হয়। মামলার তদন্তে জানা গেছে, রাত ১০টা থেকে একটানা রাত ২টা পর্যন্ত আবরারকে শিবির সন্দেহে পেটানো হয়। ক্রিকেট স্টাম্প, স্কিপিং দড়ি দিয়ে বেধড়ক পেটানো হয়। কিলঘুষি, লাথিও মারা হয়। এরপর রাত ৩টার দিকে শেরে বাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

আবরার হত্যা : বিটু ক্লাসে ফেরায় বুয়েট শিক্ষার্থীদের ক্লাস বর্জন

জাগো নিউজ ২৪ | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
৮ মাস, ২ সপ্তাহ আগে

কঠোর নজরদারির মধ্যে আনা হচ্ছে বুয়েট ক্যাম্পাসকে

দ্য বিজনেস স্ট্যান্ডার্ড | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
২ বছর, ৪ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us