আসামে ভূমিধসে ২০ জন নিহত

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:১০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দক্ষিণাঞ্চলে ভূমিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছে।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় গত কয়েকদিন ধরে ভারি বর্ষণ হচ্ছে। এর মধ্যেই মঙ্গলবার সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটেছে।

এনডিটিভি বলছে, ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ছয়জন মারা গেছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us