দল থেকে বাদ পড়ায় নিজেকে বদলে ফেলেন তামিম

ঢাকা টাইমস প্রকাশিত: ০২ জুন ২০২০, ১৭:০৬

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক তামিম ইকবালের। জাতীয় দলে সুযোগ পাওয়ার পর তিনি নিজেকে এমনভাবে মেলে ধরেন যে, নির্বাচকরা তাকে দল থেকে বাদ দেয়ার কথা মাথায় আনতে পারেননি। ক্রিকেটে অসংখ্য রেকর্ড তার দখলে। তামিমই বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি তিন ফরম্যাটেই সেঞ্চুরি করেছেন। টেস্টে ডাবল সেঞ্চুরি রয়েছে তার।

যে তামিম ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, পেয়েছেন ওয়ানডে ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব, সেই তামিম জাতীয় দলে সুযোগ পাওয়ার আগে একবার এইচপি দলে সুযোগ পাননি। আর সেই সুযোগ না পাওয়াটাই বদলে দেয় তামিমকে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে এক ভিডিওকাস্টে নিজের খেলোয়াড়ি জীবন শুরুর ঘটনা জানিয়েছেন তামিম। সেখানেই উঠে এসেছে ২০০৬ সালে বাদ পড়ার সেই স্মৃতি এবং নিজেকে বদলে ফেলার গল্প। ক্রিকেটার হওয়ার পেছনে নিজের বাবার স্বপ্নের কথাও আরেকবার মনে করিয়ে দিয়েছেন তামিম।

তামিম ইকবাল বলেছেন, ‘আমার বাবা (প্রয়াত ইকবাল খান) সবসময় চাইতেন, আমি যেন ক্রিকেটার হই। সত্যি বলতে, আমি আমার বাবার খুব ঘনিষ্ঠ ছিলাম। এর আগেও অনেকবার বলেছি, আমি আমার বাবার স্বপ্ন পূরণের জন্যই সবকিছু করে যাচ্ছি। আমি ক্রিকেট খেলছি কারণ আমাকে আমার বাবার স্বপ্ন পূরণ করতে হবে। এভাবেই আসলে সবকিছুর শুরু।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us