পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের হুঁশিয়ারি ট্রাম্পের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০২ জুন ২০২০, ১২:৩০

যুক্তরাষ্ট্রের এক শহর থেকে আরেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-প্রতিবাদ। বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেনা মোতায়েনের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি।

গত ২৫ মে পুলিশ হেফাজতে মৃত্যু হয় জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের। গ্রেফতারের পর পুলিশের নির্যাতনে মারা যান তিনি। এরপরেই তাকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তা থেকেই বিক্ষোভের সূত্রপাত।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বেসামরিক নাগরিকদের প্রতিবাদ-বিক্ষোভে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, যদি বিভিন্ন অঙ্গরাজ্য ও শহরগুলোতে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তবে এই সমস্যা দ্রুত সমাধান করতে তিনি সেনা মোতায়েন করবেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুকে কেন্দ্র করে টানা সাতদিন ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে।প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে ‘শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মিত্র’ বলে উল্লেখ করেছেন। কিন্তু সোমবার রাতে হোয়াইট হাউসের রোজ গার্ডেনে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন হোয়াইট হাউসের বাইরে চলছিল নিরাপত্তা বাহিনীর তাণ্ডব। এসময় বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে নিরাপত্তা বাহিনী।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us