চট্টগ্রাম বিভাগে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত

এনটিভি প্রকাশিত: ০২ জুন ২০২০, ১২:১০

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গত সোমবার আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৬৭২ জনের মৃত্যু হলো। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৩৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৪৯ হাজার ৫৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদিকে ঢাকা জেলায় সর্বাধিক রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগে উল্লেখজনক হারে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।আজ মঙ্গলবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।নিচে দেশের প্রতিটি বিভাগের করোনা পরিস্থিতি তুলে ধরা হলো :

ঢাকা বিভাগ:

রাজধানী ঢাকায় ১৬ হাজার ৬৮৮ জন, ঢাকা জেলায় এক হাজার ৭৬, নারায়ণগঞ্জ জেলায় দুই হাজার ১৪৭, গাজীপুর জেলায় এক হাজার ৬৫ জন, কিশোরগঞ্জে ২৩৩, মাদারীপুরে ১২৪, মানিকগঞ্জে ১৪২, মুন্সীগঞ্জে ৭৫৭, নরসিংদীতে ১৮১, রাজবাড়ীতে ৮৮, ফরিদপুরে ২২৩, টাঙ্গাইলে ৫২, শরীয়তপুরে ১২০ ও গোপালগঞ্জে ২৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে দুই হাজার ৪৪১ জন, কক্সবাজারে ৭৩৪, কুমিল্লায় ৮৪৬, ব্রাহ্মণবাড়িয়ায় ১১৬, খাগড়াছড়িতে ৪২, লক্ষ্মীপুরে ১৪১, বান্দরবানে ৩৬, রাঙামাটিতে ৬৫, নোয়াখালীতে ৬২৬, ফেনীতে ২১৬ ও চাঁদপুরে ১২৭ জন আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের ১৬ দশমিক ৩৯ ভাগ শনাক্ত হয়েছে।

সিলেট বিভাগ
সিলেট বিভাগের সিলেট জেলায় ৩৪৭ জন, মৌলভীবাজারে ১০০, হবিগঞ্জ জেলায় ১৬৮ ও সুনামগঞ্জে ১২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্তের মধ্যে এ বিভাগে ২ দশমিক ২৪ ভাগ রোগী শনাক্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ৪২৭ জন, গাইবান্ধা জেলায় ৪৮, নীলফামারী জেলায় ১০০, কুড়িগ্রামে ৬৮, লালমনিরহাটে ৩৮, পঞ্চগড়ে ৪৯, ঠাকুরগাঁওয়ে ৬১ ও দিনাজপুরে ১৪৩ জন আক্রান্ত হয়েছে। এ ছাড়া মোট শনাক্তের ২ দশমিক ৮৪ ভাগ রোগী এ বিভাগে শনাক্ত হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us