একটু জলদি করো বাপু: বঙ্গবন্ধু

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুন ২০২০, ০৭:৫৫

স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাত করতে আসেন ১৯৭২ সালের ২ জুন বিকালে। শেখ মুজিবুর রহমান রসিকতা করে ‘জুলুমবাজি বন্ধ করো’ স্লোগানটি মেয়েদের অটোগ্রাফ খাতায় লিখে দেন। গণভবনে বঙ্গবন্ধুর সাক্ষাতপ্রার্থী এই শিক্ষার্থীরা তাকে দেখতে আসার পাশাপাশি তার কাছ থেকে অটোগ্রাফ দাবি করেন। এই সময় বঙ্গবন্ধু চট করে স্লোগানটিই লিখে স্বাক্ষর করে দেন। ৩ জুন পূর্বদেশ পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশিত হয়।

বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে মেয়েরা বঙ্গবন্ধুকে ঘিরে বেশি সময় নিচ্ছিল। এতে ব্যস্ত প্রধানমন্ত্রীর অফিসের নানা কাজ নিয়ে তিনি কিছুটা অসুবিধায় পড়েন। এই সময় বঙ্গবন্ধু তাদেরকে বলেন, ‘একটু জলদি করো বাপু। আমার অনেক সরকারি কাজ পড়ে আছে।’ তবু মেয়েরা বঙ্গবন্ধুর অটোগ্রাফ না নেওয়া পর্যন্ত তাদের আবদার জারি রাখে।

এদিকে পরের সপ্তাহ থেকে কিছুদিনের জন্য রবিবারে বঙ্গবন্ধু গণ সাক্ষাৎকার কর্মসূচি স্থগিত করেন। কারণ হিসেবে বলা হয়, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে এই সময় বেশ ব্যস্ত থাকবেন। এই ব্যাপারে জনগণের সহযোগিতা কামনা করা হয় বলে একটি বিবৃতিমূলক প্রতিবেদন প্রথম পাতায় প্রকাশিত হয়।

ট্রেড ইউনিয়নের কর্মকর্তাদের প্রতি বঙ্গবন্ধু২ জুন সন্ধ্যায় টঙ্গী এলাকার বিভিন্ন শিল্প ইউনিটের ৪০টি ট্রেড ইউনিয়ন সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করেন। তারা বঙ্গবন্ধুকে জাতীয় পুনর্গঠনে এবং উৎপাদন বৃদ্ধির কাজে তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বঙ্গবন্ধু এখন থেকে সকল অর্থনৈতিক সেক্টরে জাতীয় উৎপাদন বৃদ্ধির জন্য শ্রমিক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি শ্রমিক নেতাদের তার পরিকল্পনার কথা জানান এবং বলেন অর্থনৈতিক উন্নতি হলে মেহনতী মানুষের ভাগ্যের উন্নতি হবে।নতুন টাকায় বঙ্গবন্ধুবাংলাদেশ ব্যাংক নতুন ১০ টাকা এবং ৫ টাকার নোট চালু করে। এর আগে বাংলাদেশ ব্যাংক নতুন ১০ টাকার নোট ইস্যু করেছিল তার সঙ্গে এই নতুন নোটের পার্থক্য রয়েছে বলে ছবিসহ ক্যাপশন প্রকাশিত হয় পত্রিকায়। নতুন ১০ টাকার নোটে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছাড়াও বেঙ্গল টাইগারের ছবি রয়েছে উল্লেখ করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us