জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪০জন

ইত্তেফাক প্রকাশিত: ০১ জুন ২০২০, ০৮:২৬

জামালপুরে বাবা-মেয়েসহ ৪জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ৪জনের মধ্যে সদর উপজেলায় ১জন ও সরিষাবাড়ী উপজেলায় ৩জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০জন। বিষয়টি নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো.মাহফুজুর রহমান সোহান জানান, গত রবিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় ৪জনের রিপোর্ট পজেটিভ এসেছে। আক্রান্ত ওই ব্যক্তিরা নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। এ নিয়ে জেলা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪০জন।

জামালপুর সদর উপজেলার জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ৩৮বছর বয়সী ১জন। সরিষাবাড়ী উপজেলার ৩জনের মধ্যে পৌর এলাকার সাতপোয়া এলাকার বাসিন্দা ৩৯ ও ২৩ বছর বয়সী বাবা ও মেয়ে। অপরজন একই উপজেলার তারাকান্দি ইউনিয়নের চরপাড়া গ্রামের ২২বছর বয়সী পোশাক কারখানার নারী শ্রমিক। সম্প্রতি সে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us