আমেরিকার করোনাকালীন নগরবিরোধী রাজনীতি

বণিক বার্তা প্রকাশিত: ০১ জুন ২০২০, ০১:০০

আমেরিকায় ইদানীং করোনাভাইরাস সংক্রামক ব্যাধির জন্য চীন ছাড়াও আরেকটি বিষয়কে ভীষণভাবে দোষারোপ করা হচ্ছে। সেটা হচ্ছে নগরের ঘনবসতি। অনেক মানুষ নগর এলাকায় বসবাস করায় যেহেতু সামাজিক দূরত্ব তৈরি করা সম্ভব নয়, সেহেতু মানুষ থেকে মানুষে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ হচ্ছে বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগটির কেন্দ্রভূমি নিউইয়র্ক সিটির দিকে তাকানো যাক, অনেক বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন যে এ শহরের জনঘনত্বের কারণেই এখানে কভিড-১৯-এ আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে (মে ১৬ তারিখের তথ্য অনুযায়ী ২০,০০০ জন)। এর কারণ হিসেবে বলা হচ্ছে, নগরের উচ্চ জনঘনত্ব প্রায়ই আলো-বাতাসহীন, স্যাঁতসেঁতে, রোগজীবাণু-সংক্রমণ উপযোগী অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে. আপাতদৃষ্টিতে এটা ঠিক মনে হতেই পারে। নিউইয়র্ক শহরের জনঘনত্ব আমেরিকায় সবচেয়ে বেশি—প্রতি বর্গমাইলে গড়ে ২৮ হাজার জন মানুষ, যদিও নিউইয়র্ক শহরের একটি বরো বা প্রশাসনিক বিভাগ, ম্যানহাটনে এটা ৭০ হাজারের ওপরে (নিউইয়র্ক শহরকে পাঁচটি বরোতে ভাগ করা হয়েছে—ম্যানহাটন, কুইন্স, ব্রুউক্লিন, ব্রংক্স আর স্টাটেন আইল্যান্ড)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us