সাব্বিরের বাড়ি থেকে ময়লা নেবেন না পরিচ্ছন্নতা কর্মীরা!

বার্তা২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২৩:৫৯

ক্রিকেটার সাব্বির রহমানের বাড়ি থেকে ময়লা নিতে এসে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) একজন পরিচ্ছন্নতা কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে তার বাড়ি থেকে আর ময়লা না নেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা!

রোববার (৩১ মে) বিকেলে মারধরের ঘটনার পরপরই সাব্বিরের বাড়ির সামনে জড়ো হন শতাধিক পরিচ্ছন্নতা কর্মী। সাব্বিরের অভিযোগ, পরিচ্ছন্নতা কর্মীরা তাকে এবং তার বাবাবে হুমকি দিয়ে গেছেন।

সাব্বিরও সঙ্গে সঙ্গে বিষয়টি সিটি করপোরেশনের মেয়র, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) অবগত করেছেন।

জানা গেছে, বিকেলে ওই ঘটনার পরপরই পরিচ্ছন্নতা কর্মীরা ঘোষণা দিয়েছেন, সাব্বির রহমান দুঃখ প্রকাশ না করা পর্যন্ত তার বাসার ময়লা নিতে যাবেন না তারা।

এ বিষয়ে সাব্বিরের দৃষ্টি আকর্ষণ করা হলে, এ ক্রিকেটার বলেন, স্যরি বলাটা তো বড় বিষয় না। কিন্তু কথা কাটাকাটির পর তারা অন্তত ১০০ জন আমার বাসার সামনে এসে আমাকে থ্রেট দিয়ে গেল। আমার বাবাকেও থ্রেট দিয়েছে। দেশের মানুষের কাছে কি এটাই আমার প্রাপ্য?

সাব্বির জানিয়েছেন, বিষয়টি তিনি সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) একেএম হাফিজ আক্তার এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল-আযীমকে জানিয়েছেন। তারা সমাধান করে দিতে চেয়েছেন।

এদিকে, মারধরের বিষয়টিও অস্বীকার করেছেন সাব্বির রহমান। তিনি বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে আমার কথা কাটাকাটির বেশি কিছুই হয়নি। আমি পরিচ্ছন্নতাকর্মীর গায়ে হাত-ই তুলিনি। কিন্তু আমার তো ‘শত্রুর’ অভাব নেই। তারা তিলকে তাল বানিয়ে প্রচার করছে, যেন আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়ে।

সাব্বিরের বর্ণনা মতে, রোববার (৩১ মে) বিকেলে তিনি এবং তার স্ত্রী গাড়িতে চড়ে বাইরে থেকে আসেন। এসময় তার বাড়ির সামনে সিটি করপোরেশনের ময়লা নিয়ে যাওয়ার একটি ভ্যান দাঁড়িয়ে ছিল। যার কারণে তিনি বাসায় গাড়ি নিয়ে ঢুকতে পারছিলেন না। দুই মিনিট ধরে হর্ন দেওয়ার পর আসেন পরিচ্ছন্নতাকর্মী বাদশা। তখন তার সঙ্গে শুধু কথা কাটাকাটি হয়েছে বলে দাবি সাব্বিরের।

সাব্বির রহমান বলেন, আমি দেখলাম ভ্যান রেখে বাদশা দূরে একজনের সঙ্গে গল্প করছে। দুই মিনিট হর্ন দেওয়ার পর সে আসে। তখনও গাড়ির কালো গ্লাসের কারণে সে আমাকে চিনতে পারেনি। হর্ন দিয়ে ডাকার কারণে সে বিড় বিড় করে কিছু একটা বলছিল আর চোখ রাঙাচ্ছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us