বাসমালিকদের প্রণোদনার টাকা গরীবের পকেট কেটে আদায় করবেন না: তুহিন মালিক

পূর্ব পশ্চিম ডক্টর তুহিন মালিক প্রকাশিত: ৩১ মে ২০২০, ২৩:২৪

ডক্টর তুহিন মালিক করোনাকালে বিশ্বের অনেক দেশে সরকারী ভর্তুকি দেওয়া হচ্ছে। তাই প্রয়োজনে বাস সেক্টরে সরকারী ভর্তুকি দিন। তবুও গরীবের বাহন বাসের ভাড়া বাড়াবেন না। দয়া করে, বাসমালিকদের প্রনোদনার টাকা গরীবের পকেট কেটে আদায় করবেন না। করোনা সংকটকালে যাত্রীদের জিম্মি করে বাস ভাড়া বৃদ্ধি মানবাধিকার পরিপন্থী ও চরম বৈষম্যমূলক। একই দেশে বড়লোকের বাহন বিমানের ভাড়া বাড়েনি। রেলের ভাড়াও বাড়েনি।

অথচ বিমান ও রেল, এ দুটোই অর্ধেক যাত্রী বহন করছে। তাহলে বাস ভাড়া বাড়লো কেন? আর এদিকে প্রাইভেট কারের যাতায়াত খরচও বাড়েনি। কিন্তু বেড়ে গেছে গরীবের বাহন বাসের ভাড়া। একই সেক্টরে রাষ্ট্রীয় পলিসিতে গরীব বড়লোকের জন্য দুরকম আইন হতে পারেনা। এটা সরাসরি রাষ্ট্রীয় বৈষম্য। আইনের দৃষ্টিতে সমতার নীতির পরিপন্থী।

সম্পর্কিত খবর করোনায় মারা গেলেন ঢাবি অধ্যাপকগণপরিবহন শ্রমিকদের নিরাপত্তায় শিমুল বিশ্বাসের ৬ দফা দাবিবন্ধই থাকছে রাইড শেয়ারিং সেবা অথচ আমাদের গরীবের প্রতিনিধি সরকারী মন্ত্রণালয়ের কোন সাহসই নাই বাসমালিকদের ভাড়া বৃদ্ধির সুপারিশ প্রত্যাখ্যান করার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us