দ্বিগুণ ভাড়া নেয়ার পরও আগের মতো যাত্রীবোঝাই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ২২:৩৭

পাবনায় করোনাভাইরাসের সামাজিক সংক্রমণ বাড়ছে। গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। জেলায় রোববার (৩১ মে) পর্যন্ত ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের ৯০ শতাংশ শহরের বাইরের অর্থাৎ গ্রামের। শুধু তাই নয়, করোনার সংক্রমণ চলছে জেলার নয় উপজেলায়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মানায় এমনটি হয়েছে।

যদিও প্রথম থেকেই পাবনায় সংক্রমণ কম থাকায় সংশ্লিষ্ট সবাই আশাবাদী ছিলেন, পাবনাকে অনেকটাই নিরাপদ রাখা যাবে। কিন্তু জনসচেতনতার অভাবে তা আর হয়নি।

রোববার (৩১ মে) সরকারি-বেসরকারি সব অফিস খুলছে। চালু হয়েছে গণপরিবহন। দোকানপাট ব্যবসায়প্রতিষ্ঠানও খোলা হয়েছে। অফিস-আদালতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানা হলেও গণপরিবহনে এবং হাটবাজারে মানা হয়নি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি।

রোববার পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটে গণপরিবহন চালু হয়। বাসে অর্ধেক যাত্রী নেয়ার কথা থাকলেও তা মানেনি মালিকপক্ষ। তারা বলছেন, এতে লোকসানে পড়তে হবে তাদের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us