সাংবাদিকদের কাজ করবে রোবট!

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ মে ২০২০, ১২:৪৯

সংবাদ বাছাইয়ের জন্য সাংবাদিক ছাঁটাই করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যারের মাধ্যমে কাজ করাবে মাইক্রোসফট। এক প্রতিবেদনে গার্ডিয়ান জানিয়েছে, মাইক্রোসফটের এমএসএন ওয়েবসাইটের জন্য বিভিন্ন সংবাদ প্রতিষ্ঠানের খবর বাছাইয়ের কাজ করতেন সাংবাদিকরা। তাদের কাজ ছিল সংবাদের শিরোনাম ও ছবি নির্বাচন করা। এখন এই কাজ করবে রোবট।

নিজেদের ব্যবসার উন্নয়নমূলক পরিবর্তনের উদ্দেশ্যে তারা এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। তাদের দাবি, অন্য যে কোনও কোম্পানির মতো আমরাও নিয়মিত আমাদের ব্যবসা উন্নত করার চেষ্টা করি। এটা করতে গিয়ে কখনও কখনও আরও বেশি অর্থ খরচ করতে হয়। করোনা ভাইরাস মহামারির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যান্য টেক কোম্পানির মতো মাইক্রোসফট সংবাদ প্রতিষ্ঠানগুলোকে তাদের খবর এমএসএন ওয়েবসাইটে ব্যবহারের জন্য অর্থ প্রদান করে থাকে। ওয়েবসাইটে নিয়োগপ্রাপ্ত সাংবাদিকরা বাছাই করতেন কোন খবর প্রদর্শন এবং কীভাবে উপস্থাপন করা হবে। জুনের শেষে অন্তত ৫০ জন সাংবাদিক তাদের চাকরি হারাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us