করোনা পরীক্ষায় জার্মানি উত্তীর্ণ : ম্যার্কেল

নয়া দিগন্ত প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৯:১৯

জার্মানির জনগণের সচেতন আচরণের প্রশংসা করেছেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তবে তার মতে দেশটিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। করোনা ভাইরাসে পরীক্ষায় এখন পর্যন্ত জার্মানি পাস করেছে বলে মনে করেন দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

তবে বিধিনিষেধ শিথিলের প্রক্রিয়া চলাকালেও সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তিনি। সাপ্তাহিক ভিডিও বার্তায় ম্যার্কেল বলেন, ‘‘আমাদের দেশের বেশিরভাগ জনগণই সতর্কতা মেনে যুক্তিসঙ্গত এবং দায়িত্বশীল আচরণ করেছেন।

জার্মানির রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের পরিসংখ্যান অনুযায়ী শনিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮০ হাজার ৪৫৮ জন। যদিও এর মধ্যে এক লাখ ৬৪ হাজার জনই করোনা থেকে সেরে উঠেছেন। মৃত্যুবরণ করেছেন মোট আট হাজার ৪৫০ জন। যা মোট আক্রান্তের পাঁচ ভাগেরও কম। দৈনিক নতুন রোগী শনাক্তের সংখ্যা নেমে এসেছে হাজারের নীচে। তাই বলে পরিস্থিতি হালকাভাবে নেয়ার সময় এখনও আসেনি বলে সতর্ক করে দিয়েছেন ম্যার্কেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us