রূপপুর পারমাণু বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রথম বাষ্প জেনারেটরে এসজি টিউবের ফিডিং কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটির দুই ইউনিটের প্রতিটিতে ৪টি করে জেনারেটর থাকবে। রাশিয়ায় ‘এইএম টেকনোলজি’-র ভলগাদন্সক শাখায় এর ফিডিং সম্পন্ন হয়েছে জানা গেছে।
তাপ বিনিময়ের কাজে আবশ্যক ১৪ মিটার দীর্ঘ, ৪ মিটারের অধিক ব্যাসের জেনারেটরটির ওজন সাড়ে ৩’শ টন। স্টিম জেনারেটর ভেসেলের ভিতর ‘টিউব বান্ডেল’ সহ অন্যান্য অংশের স্থাপনের কাজে বিশেষজ্ঞদের সময় লেগেছে ২২ দিন।