পাকিস্তানে পঙ্গপাল এখন হাঁস-মুরগির খাবার!

সমকাল প্রকাশিত: ৩০ মে ২০২০, ১৩:০২

জাল মেরে মেরে পঙ্গপাল ধরো, তারপর সেগুলোকে কারখানায় নিয়ে প্রক্রিয়াজাত করে কেজি দরে বাজারে বিক্রি করো। ব্যস, হাঁস-মুরগির খাবারের যেমন সংস্থান হবে তেমনি পঙ্গপালের সংখ্যাও কমতে থাকবে উল্লেখযোগ্য হারে। পঙ্গপাল-মোকাবিলার এমন কৌশল উদ্ভাবন করেছেন পাকিস্তানের ওকরা জেলার কর্মকর্তারা। খবর ডন অনলাইনের।

পঙ্গপালের আক্রমণে দিশেহারা পাকিস্তানের কৃষকরা। এই পোকার আক্রামণে ইতোমধ্যে ধ্বংস হয়েছে দেশটির মাঠের ফসল। নষ্ট হয়েছে গাছের ফলও। এতে কয়েক কোটি রুপির আর্থিক ক্ষতি হয়েছে। এরকম অবস্থায় যন্ত্রণা থেকে কৃষকদের মুক্তি দিতে এই 'পাইলট প্রজেক্ট'।

কৌশলটি বের করেছেন দেশটির কৃষি গবেষণা কাউন্সিলের বায়োটেকনোলজিস্ট জোহর আলী ও খাদ্য সুরক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের কর্মকর্তা মুহাম্মদ খুরশিদ।

তারা বলেন, এই প্রজেক্টটি যখন হাতে নেওয়া হয়, তখন অনেকেই তাদের নিয়ে হাসি-ঠাট্টা করেছিল। কারণ মানুষ ভাবতে পারেনি যে, এ পোকা ধরে হাঁস-মুরগির খাবার হিসেবে বাজারে বিক্রি করা যাবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us