টেস্টের ম্যাচ চলাকালে কেউ করোনায় আক্রান্ত হলে কী হবে, প্রশ্ন দ্রাবিড়ের

আরটিভি প্রকাশিত: ৩০ মে ২০২০, ১২:৫৪

ক্রিকেট মাঠে ফেরাতে উঠে পড়ে লেগেছে ইংল্যান্ড। বায়ো-সিকিওর বা জৈব-নিরাপদ পরিবেশে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করার ইঙ্গিত দিয়েছে ইংলিশরা। যদিও ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড় মনে করেন, এই মুহূর্তে জৈব-নিরাপদ পরিবেশের পরিকল্পনা কার্যকরী হওয়ার সম্ভাবনা কম।

সম্প্রতি একটি লাইভ শোতে এসে দ্রাবিড় বলেন, ‘আমরা সবাই আশা করছি যে সময়ের অনুযায়ী পরিস্থিতির খাপ খাইয়ে নিতে পারব। তবে ভাবুন, যদি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলেন। কী করবেন আপনি? কোনও প্রস্তুতি হতে পারে এর? নিয়ম অনুযায়ী, দু'দলকেই কোয়ারেন্টিনে পাঠানো হবে।’

ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের দাবি, ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত রেখে ক্রিকেট শুরু করা যায় না। কেননা, প্রতিটি সফরে দলের সঙ্গে বহু লোক জড়িয়ে থাকেন। সুস্পষ্ট নীতি-মালা ছাড়া এখনই মাঠে নামা উচিৎ না বলে মনে করেন তিনি। ‘কোনও ক্রিকেটার করোনা আক্রান্ত হলেই, পুরো সিরিজ যাতে বাতিল না হয়, তা নিশ্চিত করা বা উপায় খুঁজে বের করা জরুরি।’ পেশাদার ক্রিকেটারদের জন্য দর্শক কোনও বড় প্রভাব ফেলতে পারেন না বলে মনে করেন দ্য ওয়াল খ্যাত এই তারকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us