বগুড়ায় গুদাম থেকে সরকারি চাল বিক্রি, আটক ৩

আরটিভি প্রকাশিত: ৩০ মে ২০২০, ১১:৩৯

বগুড়ার গাবতলীতে কালোবাজারে বিক্রির সময় এক ট্রাক সরকারি চাল জব্দ করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্যগুদামের সামনে থেকে ১৫ টন সরকারি চালসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ ধুনটের চালকল মালিক আমজাদ হোসেন শাহীন এবং ওই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী শফিকুল ইসলাম ও নৈশপ্রহরী সাদেকুল ইসলামকে আটক করে থানায় নিয়েছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান জানান, সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম থেকে ওই গুদামের কর্মকর্তা-কর্মচারীরা কালোবাজারে সরকারি চাল বিক্রি করছেন এমন খবর পেয়ে সকালে তারা ঘটনাস্থলে যান। এ সময় সেখানে ৫০ কেজি ওজনের ৩০০ বস্তায় ১৫ মেট্রিক টন চাল ওই গুদাম থেকে ট্রাকে তোলা হচ্ছিলো। কিন্তু খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) গাজী শফিকুল ইসলাম চাল সরববরাহের বৈধ কোনও কাগজ দেখাতে পারেননি। ধুনট উপজেলার একজন চালকল মালিকের ট্রাকে চালগুলো তোলা হচ্ছিলো। পরে কালোবাজারে সরকারি চাল কেনাবেচার অভিযোগে গুদাম কর্মকর্তা শফিকুল ইসলাম ও গুদামের নৈশপ্রহরী সাদেকুল ইসলাম এবং চালকল মালিক আমজাদ হোসেন শাহীনকে আটক করা হয়।

ওসি আরও জানান, গুদাম থেকে চাল বিক্রির সময় জনরোষ থেকে বাঁচাতে তাদের ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us